আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়ক শাহীন আলম

অনলাইন ডেস্ক।।
এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম আর নেই। সোমবার দিবাগত রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহীন আলমের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সোমবার রাত পৌনে ১১টায় তিনি বলেন, শাহীন আলম ভাই দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত শনিবার রাতে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটি কিডনিই ডেমেজ হয়ে গিয়েছিলো। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রেখে ডায়ালাইসিস দেয়া হচ্ছিলো।
জায়েদ খান জানান, মরদেহ আজগর আলী হাসপাতাল থেকে এখন গুলশানে নেয়া হচ্ছে, শাহীন ভাইয়ের আত্মীয়ের বাসায়। এখনও জানাজা ও দাফন বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। বিতর্কিত চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। শেষ দিকে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহীন আলম। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :