মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রি চক্ষু দেখা ও চশমা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১০ই মার্চ ( বুধবার) কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত তিনশত চক্ষু রোগী দেখা হয়। রোগী ফ্রিতে দেখতে সহযোগীতায় ছিলেন সাইডসেভার, আয়োজনে ব্যাক। এখানে রোগী দেখছেন ডাক্তার ডা.অনিক অ্যাসিস্ট্যান্ট সার্জন, মীর মিজানুর রহমান প্রো সার্জন। এ টিমের দায়িত্বে ছিলেন ১১জন। এখানে ডায়াবেটিক সহ সকল পরীক্ষা করা হয়। কারিগরি সহোযোগীতায় ছিলেন বিএনএফবি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনা।।
Leave a Reply