অনলাইন ডেস্ক।
‘অন্তরাত্মা’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু হলেও, নায়িকার ঢাকা আসা নিয়ে শুরু হয়েছে লুকোচুরি। শুটিংয়ে অংশ নেওয়ার জন্য দর্শনার বাংলাদেশে আসার কথা থাকলেও পরিচালক বলছেন নায়িকা আসেননি। কিন্তু এদিকে পাবনায় ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা।
তবে আসল ঘটনাটি কী?
আসল ঘটনা হচ্ছে গত ৬ মার্চ থেকে পাবনায় চিত্রায়ণে অংশ নিচ্ছেন শাকিব খান। অন্যদিকে, সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ৯ মার্চ ঢাকায় আসার কথা ছিল দর্শনার। কিন্তু তিনি এসেছেন ১০ মার্চ রাতে। তারপর ঢাকা থেকে সোজা পাবনা চলে গেছেন এ অভিনেত্রী। অংশ নিয়েছেন চিত্রায়ণে।
কিন্তু শুক্রবার (১২ মার্চ) সকালে ওয়াজেদ আলী সুমন বলেন, ‘দর্শনা তিন-চার দিন পরে আসবেন। আমাদের যখন প্রয়োজন হবে, তখন তিনি যোগ দেবেন। এখন শাকিব খানের অংশের শুটিং করছি।’
কিন্তু এদিকে গনমাধ্যেমের হাতে আসা ছবিতে দেখা গেছে, শাকিব খানের বিপরীতে শুটিংয়ে অংশ নিয়েছেন দর্শনা বণিক।
জানা যায়, পাবনার সুজানগর থানার দুলাই গ্রামের জমিদার আজীম চৌধুরীর বাড়িতে চিত্রায়ণে অংশ নিয়েছেন দর্শনা বণিক।
দর্শনা বণিকের ঢাকা আসা নিয়ে লুকোচুরির কারণ জানতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান বিষয়টি। তবে নায়িকার ঢাকা আসা নিয়ে কেন এতো লুকোচুরি তাই নিয়েই প্রশ্ন থেকে যায়।
Leave a Reply