আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহারে র‌্যাবের অভিযানে ১.৬ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।
র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৩/২০২১ ইং তারিখ আনুমানিক ১২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার দোহার থানাধীন নারিশা চৈতাবাতর সাকিনস্থ জৈনক মজিবর মেম্বারের বাড়ীর দক্ষিণ পাশে কবরস্থান সংলগ্ন পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০২ জন১। মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা- মোফাজ্জল হোসেন, সাং- মেঘুলা, থানাদোহার, জেলা- ঢাকা । বর্ণিত মাদক ব্যবসায়ীদের নিকট হতে উদ্ধারকৃত মালামালক) হেরোইন ১.৬ (এক দশমিক ছয়) গ্রাম। বর্ণিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দোহার থানাসহ সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকা জেলার দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :