আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এঁর নির্দেশে হারানো মোবাইল উদ্ধার করে দিলেন এএসআই রজিবুল হক

চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হারদী গ্রামের জনৈক হাসান শেখ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয় কে জানান যে, তার ব্যবহৃত SAMSUNG A71 মোবাইল ফোনটি চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে পকেটমার কৌশলে ছিনিয়ে নিয়েছে।
পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গায় কর্মরত এএসআই রজিবুল হক কে নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম এঁর নির্দেশে এএসআই রজিবুল হক সিডিআর এ্যানালাইসিস করে ঐকান্তিক চেস্টায় সিলেট জেলার ওসমানীনগর থানা থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
মোবাইলের প্রকৃত মালিক মোবাইল ফোনটি হারানোর পরে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল। সখের মোবাইল ফোনটি পুনরায় পুলিশ সুপার মহোদয়ের আন্তরিক চেস্টায় ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও এএসআই রজিবুল হক সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতি কৃতঘ্নতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :