আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে অটোও চালক সহ নিখোঁজ

অনলাইন ডেস্ক।
ঢাকার নবাবগঞ্জে আব্দুল আলী (৫০) নামের এক অটোচালক অটোসহ ২ দিন ধরে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার সকালে উপজেলার আগলা কালুয়াহাটির নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে চালানোর উদ্দেশ্যে বের হন আব্দুল আলী। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। এঘটনায় রোববার সকালে নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন তার স্ত্রী রেখা আক্তার।
নিখোঁজ আলী আকবর উপজেলার আগলা কালুয়াহাটি এলাকার মৃত সোনামুদ্দিনের ছেলে।
আলী আকবরের স্ত্রী রেখা আক্তার বলেন, প্রতিদিনের মত শনিবার সকাল সাড়ে ৯টায় অটো রিকশা নিয়ে বের হন আলী আকবর। দুপুরে খাবার খেতে না আসায় আমরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। এসময় তার ফোন বন্ধ পাওয়া যায়। রাতেও তিনি বাসায় ফিরে আসেনি। রোববার সকালে থানায় নিখোঁজ ডায়েরী করেছি।
এদিকে, পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি নিখোঁজ হওয়ায় আতঙ্কিত তার পরিবার। নিখোঁজের পড়নে লুঙ্গি ও নীল রঙের শার্ট ছিল বলে জানান পরিবারের লোকজন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :