আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের আশা জাগিয়েও বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ডের মাঠে জয়ের আশা জাগিয়েও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে যায় বাংলাদেশ দল। অতীতে যে দলকে তাদের মাঠে হারাতে পারেনি বাংলাদেশ, সেই দলের বিপক্ষে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও ক্যাচ মিসের মহড়ায় অংশ নেয়ায় জেতা ম্যাচে হেরে যায় বাংলাদেশ।
টাইগারদের এমন পরাজয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এভাবে ম্যাচ হারলে খুব আফসোস লাগে। আমরা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। কিন্তু কয়েকটা ক্যাচ মিসের কারণে কাঙ্ক্ষিত জয় পাইনি। তবে মেহেদী হাসান অসাধারণ বোলিং করেছেন।
এদিন ৭৮ রানের ইনিংস খেলেন ওপেনার তামিম ইকবাল। ৫৭ বলে অপরাজিত ৭৩ রান করেন মোহাম্মদ মিঠুন। তাদের প্রশংসায় পঞ্চমুখ পাপন বলেন, তামিম ভালো ব্যাট করেছে। মিঠুনের ইনিংসটা দেখার মতো ছিল। প্রথম ম্যাচে হারের পর যেভাবে ওরা ফিরেছে এটা ভালো ছিল। আমি প্রথম ম্যাচের পর সবার সাথে কথা বলেছি। সাহস দেয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ওরা পারবে। টি-টোয়েন্টি সিরিজে আমরা জিতবই, ওয়ানডেও একটা ম্যাচ জিততে চাই।
তিনি আরও বলেন, তামিম ইকবালদের সঙ্গে আমার আবার কথা বলতে হবে। ওর মন খুব খারাপ। তবুও বলেছি সাহস রাখতে। সিরিজ তো শেষ হয়ে যায়নি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :