একটি বাঘাইড় মাছের দাম সাড়ে ৩ লাখ!

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
সিলেটের কুশিয়ারায় ধরা পড়লো ৩০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ১১টার দিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। পরে বিশালাকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন কাজির বাজার মাছের আড়তে। সেখানে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে আনেন লাল বাজারের মৎস্য ব্যবসায়ী সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাটের বাসিন্দা বিল্লাল মিয়া। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা।
মাছটির বিক্রেতা বিল্লাল মিয়া জানান, মাছটি বিক্রির ওপর তিনি কমিশন পাবেন। সে অনুপাতে বিক্রির জন্য সাড়ে ৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান তিনি। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া না গেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
তিনি আরও জানান, মাছটির কেজি প্রতি দাম পড়বে ৩ হাজার টাকার মতো। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন। এছাড়া আগামীকাল মাইকিং করা হবে বলেও জানান।।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ১১:১৬:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

একটি বাঘাইড় মাছের দাম সাড়ে ৩ লাখ!

Update Time : ১১:১৬:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

অনলাইন ডেস্ক।।
সিলেটের কুশিয়ারায় ধরা পড়লো ৩০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ১১টার দিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। পরে বিশালাকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন কাজির বাজার মাছের আড়তে। সেখানে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে আনেন লাল বাজারের মৎস্য ব্যবসায়ী সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাটের বাসিন্দা বিল্লাল মিয়া। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা।
মাছটির বিক্রেতা বিল্লাল মিয়া জানান, মাছটি বিক্রির ওপর তিনি কমিশন পাবেন। সে অনুপাতে বিক্রির জন্য সাড়ে ৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান তিনি। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া না গেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
তিনি আরও জানান, মাছটির কেজি প্রতি দাম পড়বে ৩ হাজার টাকার মতো। কেজি হিসেবে মাছ নিতে ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন। এছাড়া আগামীকাল মাইকিং করা হবে বলেও জানান।।