আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে ঋণগ্রস্থ হয়ে দিন মজুরের আত্মহত্যা

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ঋণগ্রস্থ হয়ে শুকুর আলী (৪৮) নামে এক দিন মজুর আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার সাফদারপুর ইউনিয়নের বলরামনগর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে সোমবার (২২মার্চ) ঋণের দায়ে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার জন্য কিটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাফদারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই অজিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :