চুয়াডাঙ্গা প্রতিনিধি।
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়ামোদী ও উৎসাহ প্রদান এবং শারীরিক ভাবে সুস্থ্য থাকার লক্ষ্যে পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয় আন্তঃ থানা পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২১ প্রতিযোগীতা অদ্য ২৫.০৩.২০২১ খ্রি. তারিখ চুয়াডাঙ্গার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় জেলার সকল থানা খেলায় অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের খেলায় দামুড়হুদা থানা আলমডাঙ্গা থানাকে ২১-০৬ পয়েন্টে পরাজিত করে। চুয়াডাঙ্গা সদর থানা ৪০-৩৫ পয়েন্টে জীবননগর থানাকে পরাজিত করে।
দামুড়হুদা মডেল থানা ৪১-২৭ পয়েন্টে চুয়াডাঙ্গা সদর থানাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে তাদের পুরস্কার ও জেলা পুলিশের ক্রীড়া প্রসারের লক্ষ্যে সকল প্রকার সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেছেন।
Leave a Reply