নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালী মোহাম্মদ আলী মনু (৩৭) নামের এক সেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সেচ্ছাসেবক লীগ নেতা উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশিপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে এবং শহর সেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। সোমবার (২৯ মার্চ) রাত ৯টায় জেলার সদর উপজেলার দত্তবাড়ী মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী মনুর চাচা ইকবাল হোসেন (৫০) এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ (৩০ মার্চ) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত চাচা ইকবাল হোসেন কে তার নিজ বাড়ী থেকে আটক করে।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply