মেহেরপুর প্রতিনিধি।।
প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাগার বিল খাল পুনর্খনন কাজ শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে এগারটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
মুজিবনগর উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা নাগার বিল ও আশেপাশের মাঠের পানি নিষ্কাসনের লক্ষ্যে ভৈরব নদীর মোহনা থেকে নাগার বিলের দিকে ৩.৫ কিলোমিটার খাল পুনর্খনন কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড বিএডিসি।
গৌরিনগর গ্রামের নাগার বিলের খালপাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসন ড. মুনসুর আলম খান। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার।।
Leave a Reply