অনলাইন ডেস্ক।।
দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন শাদাব খান
ShareShareTweetঅ+অ-
বাঁ-পায়ের আঙ্গুলের ইনজুরির কারণে চলমান দক্ষিণ আফ্রিকা ও আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। গতকাল জোহানেসবার্গে হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় তার বাঁ-পায়ের আঙ্গুলে চোট লাগে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ‘শাদাবের আঙ্গুলে চিড় ধরা পড়েছে। এজন্য তাকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। এতে চলমান দক্ষিণ আফ্রিকা সফর ও আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সফর থেকে তিনি ছিটকে গেছেন।’
দুই ম্যাচে ৩৩ ও ১৩ রান করেন শাদাব। বল হাতে উইকেট শুন্য ছিলেন তিনি। গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান।
Leave a Reply