নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে অপরাধমুক্ত করার লক্ষ্যে জঙ্গী সংক্রান্ত কার্যক্রম, সন্ত্রাস, হত্যা, ডাকাতী, ছিনতাই, অপহরণ, খুন, ধর্ষণ গুম, মাদক, চরমপন্থীদের এবং বিভিন্ন প্রতারক চক্রের অপতৎপরতা রোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৪/০৪/২১ ইং তারিখ ১৫:৩০ ঘটিকার সময় সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন সরোজগঞ্জ বাজারস্থ আব্দুল্লাহ কফি হাউজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জাল নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের ০৩ জন সদস্য ১। মোঃ মোস্তাফিজুর রহমান মিলন (৩২), পিতা- মৃত শাহআলম মল্লিক, সাং- ফিরোছ খালী (মধ্যপাড়া), ২। মোঃ মোফাজ্জল হোসেন@মোফা (২৪), পিতা-মৃত মেছের আলী, সাং-হানুর বাড়াদী, ৩। মোঃ খাইরুল বাসার (২৪), পিতা-মোঃ শাহাবুল মালিতা, সাং- ডিঙ্গেদহ, সর্ব থানা ও জেলা- চুয়াডাঙ্গা দেরকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীদের দখল হতে ১৬ টি ৫০০ টাকার জাল নোট (৪০০০/-), ০১ টি মোটরসাইকেল, ০২ টি মানিব্যাগ, ০৩ টি মোবাইল সেট, ০৬ টি সীম কার্ড উদ্ধার করা হয় ।
পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে এবং উদ্ধারকৃত আলামত চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫অ মামলা করা হয়।
Leave a Reply