নিজস্ব প্রতিবেদক।
মাস্ক পরিধান করুন , ঘরে থাকুন , সুস্থ্য থাকুন কোভিড -১৯ থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন ” আসুনদর্শনাকে গতিশীল আধুনিক শহরকরতে আমরা সবাই এগিয়ে আসি।
১. দর্শনাকে উপজেলা ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে । ২. দর্শনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে । ৩ , কেরু এন্ড কোং ( বাংলাদেশে ) লিঃ কে পূর্ণ উৎপাদনে আরাে গতিশীলতা এনে ব্যক্তিমালিকানায় দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে । ৪. ইক্ষু চাষীদেরকে উন্নতজাতের উচ্চ ফলনশীল আখের বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে । ৫. ডিষ্টিলারীর ফরেন লিকার বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করতে হবে । ৬. চিনির কালাে ধোঁয়া ও ছাই নির্গমনে পরিবেশদূষণ বন্ধ করতে হবে ।। ৭. কেরু এন্ড কোম্পানীর ডিষ্টিলারীর বর্জ্য ( জৈবসারের কাঁচামাল ) উন্মুক্তভাবে সংরক্ষণ বন্ধ করে পরিবেশবান্ধব উপায়ে সংরক্ষণ করতে হবে । ৮. দর্শনায় একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে । ৯. দর্শনা উপ – স্বাস্থ্যকেন্দ্রে এম.বি.বি.এস ডাক্তার নিয়ােগ দান করে সার্বক্ষনিকভাবে সেবা দানের ব্যবস্থা গ্রহণ করতে হবে । ১০. দ্রুততম সময়ে দর্শনা পৌর এলাকায় আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে ।। ১১. কর্মমুখী শিক্ষার জন্য অত্র এলাকায় সরকারীভাবে কারিগরি , নার্সিং প্যাথলজি ও কৃষিশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে । ১২. নারী শিক্ষা নিশ্চিত করতে দর্শনায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করতে হবে । ১৩ , একটি আই , সি , টি সেন্টার প্রতিষ্ঠা করতে হবে । ১৪. কেরু এ্যান্ড কোং ( বাংলাদেশ ) লিঃ কর্তৃক পরিচালিত বিদ্যালয়টিতে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষক নিয়ােগের ব্যবস্থা গ্রহণ করা । প্রয়ােজনে সরকারী ব্যবস্থাপনায় নেওয়া । ১৫ , দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশন থেকে ২ টি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যবস্থা করতে হবে । ১৬ , দর্শনা হল্ট ষ্টেশনে ২ টি যাত্রীবাহী ট্রেন সুন্দরবন আপ ও চিত্রা ডাউন এর স্টপেজ নিশ্চিত করতে হবে । ১৭. রেল ইয়ার্ডটি পুরাতন বাজার থেকে সরিয়ে মাদার পাড়ায় স্থানান্তর করা এবং একটি আধুনিক রেলওয়ে কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করে রাজস্ব আয়ের ক্ষেত্রে তৈরি করতে হবে । ১৮. পুরাতনবাজার রেলক্রসিং এ এবং রেলগেট ( চুয়াডাঙ্গা – কালিগঞ্জ ) সড়কে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করতে হবে । ১৯ , দর্শনা বাসটার্মিনালটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে । সকাল ৮.০০ টা হতে রাত ৯.০০ ট পর্যন্ত টার্মিনাল ছাড়া শহরের মধ্যে ও রাস্তায় যাত্রী উঠা – নামা বন্ধ করতে হবে । ২০. দর্শনার উপর দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদীটি খনন করা এবং নদী থেকে অবৈধ বাঁধ ও কোমর উচ্ছেদ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে । এছাড়া এলাকার সমস্ত খাল বিল পুকুর পুনঃখনন করা । ২১. মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযােদ্ধাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে । ২২. কাঁচামালের আড়ৎ এর কারণে শহরে প্রবেশ পথে শুল্ক আদায় বন্ধ করে মানবিক ব্যবস্থায় শুল্ক আদায় করতে হবে । ২৩ , দর্শনা কাঁচা বাজারকে আধুনিকীকরণে পদক্ষেপ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে । ২৪. মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে । ২৫. পর্যাপ্ত সংখ্যক ডাষ্টবিন স্থাপন ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে । ২৬ , পর্যাপ্ত পরিমাণে সড়কবাতির ব্যবস্থা করতে হবে । ২৭ , ওয়াই – ফাই সুবিধাসহ শিশু – কিশােরদের জন্য একটি আধুনিক বিনােদন কেন্দ্র স্থাপন করতে হবে । ২৮. দর্শনায় একটি পৌর মসজিদ ও একটি পৌর ঈদগা নির্মাণ করতে হবে । ২৯ , সংখ্যালঘু সম্প্রদায়ের সকারের জন্য আনােয়ারপুরের পুরাতন শশ্মাশান ও সমাধিক্ষেত্রটি দখলমুক্ত করে ব্যবহার উপযােগী করতে হবে ৩০ , একটি সরকারী আধুনিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করতে হবে । ৩১ , দর্শনাকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে । ৩২. পৌর এলাকার জলাবন্ধতা দূরীকরণে ও মানসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করতে হবে । ৩৩. বাজার সংলগ্ন কেরুর ফুটবল মাঠে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে । আহবানে । ৩৪. নারীদের জন্য একটি বিনােদনসহ উন্ন
য়ন কেন্দ্র তৈরি করা । দর্শনার জন্য আমর আসুন আমরা দলমত নির্বিশেষে দর্শনার দাবীর প্রতি সােচ্চার হই ।
Leave a Reply