অনলাইন ডেস্ক।
কাল থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এর আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় যে যেভাবে পারছেন সেভাবেই গ্রামের উদ্দেশে যাত্রা করছেন। যান সংকটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
মঙ্গলবার ভোর থেকেই গাবতলীসহ রাজধানীর প্রত্যেকটি বাহির পথে ঘরমুখো মানুষের ভিড়। বিশেষ করে নিম্নআয়ের মানুষ এই পরিস্থিতিতে ঢাকা ছাড়ছেন বেশি। গাড়ির অপেক্ষায় সড়কের পাশে অপেক্ষা শত শত যাত্রীর। প্রাইভেট কার কিংবা পিকআপে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রওনা হয়েছেন অনেকে।
কেউ কেউ আবার হেটেই যাত্রা করেছেন। বাড়ির পথে যতদূর যাওয়া যায় ততটুক এগুতে সিএনজি, বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশা নিচ্ছে ঘরমুখো মানুষ। তাদের দাবি, লকডাউনে ঢাকায় থাকলে না খেয়ে থাকতে হবে।
Leave a Reply