আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে পিকআপ ভর্তি আনারসের ভিতর থেকে বিপুল পরিমাণ গাজাসহ দুইজন আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পিকআপ ভর্তি আনারসের ভিতর থেকে বিপুল পরিমাণ গাজাসহ দুই জনকে আটক করে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পৌর এলাকার মহিষাকুন্ডুতে খাগড়াছড়ি থেকে একটি পিকআপে আনারসের মাঝে গাজা আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখ এর নেতৃত্বে এস আই ইউসুফ আলী, এস আই মোখলেচুর রহমান,
এএস আই দেবাশীষ, কনষ্টবল মাসুদ, শাহিনুর ও পারভেজ সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি আনারসের মাঝে রাখা সাড়ে ৭ কেজি গাজাসহ দুইজনকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :