অনলাইন ডেস্ক।
কুষ্টিয়ার একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোল্লা তেঘরিয়া ক্যানাল পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে আল আমিন ও রিমি নামে দু’জন বাসা ভাড়া নেন সেখানে। একমাস ধরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার মালিক পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে। পরে রান্না ঘরের মেঝেতে মাটিচাপা অবস্থায় রিমির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছে।
Leave a Reply