রাশিদা-য়ে আশরার।
হে আল্লাহ! সৃষ্টিকর্তা জানাই শুকরিয়া তোমার!
সকাল দুপুর রাতে সেজদারত দুহাত তুলে শুকরিয়া জানাই-
ক্ষমা করো, দয়া করো, কবুল করো মোনাজাত
কালেমা মুখে ইসলামী মৃত্যু দাও!
রব কে? ধর্ম কি? কার উম্মত? উৎস কোথায়?
রব-মহান আল্লাহ তাআলা! দ্বীন- ইসলাম,
উম্মত- মহাম্মদ সাল্লাল্লাহু (আঃ )এর,
শিখেছি পবিত্র কোরআন থেকে ভুলে না যাই;
উত্তর দানের সাহায্য করো প্রভু আমাই!
ঝরাও বৃষ্টিধারার মত জানা-অজানা গুনাহ যত,
ক্ষমা কর-নাজাত দাও-কবর করো প্রশস্ত আজাব করো মাফ;
আমলে নয় তোমার ক্ষমায় দয়াই করো উন্নত,
এক নিমিশে করো পুলসিরাত পার;
দিও কেয়ামতের কঠিন দিনে- রাসূল (সাঃ) সাফায়াত!
জান্নাতের বাগান করো দান আমাদের ও আমাই;
যতটুকু দিয়েছো পাবো আর পেয়েছি ততটুকুই।
ধন্য হয়েছি সন্তুষ্ট আছি- উম্মত তোমার হাবিবের!
আশ্রয় দিও তোমার কুরসি তলে;
মৃত্যু দিও তাহাজ্জুদের জায়নামাজে-দয়া করো; কবুল করো মোনাজাত হে পরওয়ারদিগার!
রাহমানির রাহিম দিনরাত অবিরত শুকরিয়া তোমার!
২০১৯
Leave a Reply