আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝরা ফুলের কাব্য

রাশিদা-য়ে আশরার।
ফুল ফুটে ঝরে যায় সময়ে সাথে সাথে-
মানুষ চলে যায় শুধু কথা বেঁচে থাকে;
সময় হারিয়ে যায় জীবনের স্রোতে…
সম্পর্ক ফুরিয়ে যায় প্রয়োজন ফুরালে!
মানুষ কলঙ্কিত হয় নৈতিকতা না থাকলে
সমাজ নষ্ট হয় পৃষ্ঠপোষকতার অভাবে;
সম্মান নষ্ট হয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে-
শান্তি নষ্ট হয় মানবতা মনুষ্যত্ব বোধের কারণে!
ভালোবাসা নষ্ট হয় অনাদর অবহেলাতে;
প্রেম নষ্ট হয় প্রতারনাতে- বন্ধুত্ব নষ্ট হয় অবিশ্বাসে,
আত্মীয়তা নষ্ট হয় যোগাযোগের অভাবে-
আর আমার আমি হেরে যাবো শুধু মৃত্যুর কাছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :