আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় নিজ ঘর থেকে কম্বলে মোড়ানো শিশুর লাশ উদ্ধার

সুচিত্রা রায়,ঢাকা ব্যুরোঃ
সাভারের আশুলিয়ায় কম্বলে মোড়ানো অবস্থায় সাজ্জাত হোসেন ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা, ঘরে একা পেয়ে শিশুটিকে হত্যা করে সব কিছু লুট করে নিয়ে গেছে র্দুবৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বুড়িবাজার এলাকায় আব্দুল মান্নানের ৬ তলা ভবনের ৫ তলার একটি ফ্লাটে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সাজ্জাত হোসেন ভোলা জেলার সদর থানার ইউসুফ হোসেনের ছেলে। বর্তমানে ইউসুফ তার স্ত্রী ও নিহত শিশু সাজ্জাতসহ আশুলিয়ায় বসবাস করে আসছিলো।
পরিবারের দাবী, স্বামী-স্ত্রী দুইজনই কর্মজীবি। প্রতিদিনের মতো কাজ শেষে শিশুর মা আগে বাড়ি ফিরেন । শিশুকে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে ঘরের উপরের ফলস ছাদের ভিতরে কম্বলে মোড়ানো অবস্থায় দেখতে পায়। পাশাপাশি ঘর থেকে টাকা ও স্বর্ণ অলঙ্কার লুট হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :