আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় শুটারগানসহ এক সন্ত্রাসী আটক

অনলাইন ডেস্ক।
একটি ওয়ান শুটারগানসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলার সদর থানার কালিদহ মোড়ে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সেখান থেকে উল্লিখিত অস্ত্রসহ গ্রেফতার করা হয় সদর থানার কুলুনিয়া গ্রামের
আব্দুল আলিমের ছেলে আবু সাঈদকে (১৮)।
ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিনযাবত অবৈধ অস্ত্র কেনা-বেচাসহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক বিভিন্ন
কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :