মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে করোনা সংক্রমণরোধে দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে থাকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন ও অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে পৌরসভা চত্বরে পৌর ৩ নং ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম ।
এবিষয়ে পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র (১) ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ সোহেল আরমান, প্যানেল মেয়র (২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, প্যানেল মেয়র (৩) শারমিন আক্তার সাথী, কাউন্সিলর মাহাবুব খান হানিফ,আব্দুল মাজেদ,সু্ব্রত চক্রবর্তী, খাইরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় সুধীজন ও এলাকাবাসী।
Leave a Reply