শেখ ইব্রাহিম,দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব প্রতিবেদক।
মহামারী করোনাভাইরাস এটি একটি দুনিয়ার সবচেয়ে আতংকের নাম। সারা পৃথিবীতে এখনো বেশ চোখ রাঙ্গিয়ে ভিন্নতার রুপ নিয়ে ছড়িয়ে আঘাত হানছে।পৃথিবীতে এত বড় বড় স্বাস্থ্য বিজ্ঞান রয়েছেন কিন্তু সব চেষ্টা যেন মুখ থুবড়ে পড়েছে। অসহায়ের মতো পড়ে রয়েছে সকল চেষ্টা। চীন থেকে শুরু করে আমেরিকা, ব্রাজিল, কানাডা, যত বড় বড় ধনি রাষ্ট্রের মৃত্যুর মিছিল দেখে চলেছি কিন্তু আজ ইন্ডিয়ায় খুব করুন অবস্থায় আছে। সেখানে ঠিক মত চিকিৎসকেরা চিকিৎসা দিতে হিমসিম। এদিকে বাংলাদেশ পিছিয়ে নেই, প্রতিদিন ১০০ জনের জীবন কেরে নিচ্ছে এই মহামারি করোনাভাইরাস। এই মহামারি থেকে রক্ষা পেতে অনেক সচেতনতা মুলক উপদেশ পেয়েছি। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া,সামাজিক দুরত্ব বজায় রাখা, হ্যান্ডশেক বা কোলাকুলি না করা ইত্যাদি।
শপিং মহল, মার্কেট, দোকান পাট লকডাউনে বন্ধ করে রেখেছি।তাতেও মিলেনি কোন সমাধান। তবে?? এটা কি আমাদের সতর্কবাণী মহান আল্লাহর? আসমান জমিনে এমন কিছু নেই যার খবর মহান আল্লাহর কাছে নেই।আর আল্লাহর হুকুম ছাড়া আসমান জমিনে কিছুই হয়না।আসলে সব কিছুর জন্য আমরা দ্বায়ী। মহান আল্লাহ কোরআন মাজিদে এরসাদ করেছেন, দুনিয়ায় যত বিপদ-আপদ সবই তোমাদের দুই হাতের কামাই। একমাত্র মহান আল্লাহ পারেন আমাদের এই মহামারি করোনাভাইরাস থেকে সকলকে হেফাজতে রাখতে কিন্তু এর জন্য আমাদের কেবল তারই ইবাদত করতে হবে, বেশি -বেশি ক্ষমা পার্থনা করতে পারলেই পরিত্রাণ মিলবে এই মহামারি থেকে। আল্লাহ সমস্ত মানবসম্প্রদায়কে মাফ করে দিন। এই কঠিন মহামারী করোনাভাইরাস থেকে সকলকে হেফাজত করুন আমীন।
Leave a Reply