নিজস্ব প্রতিবেদক।।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক আক্তার হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অনেক গুণগ্রাহী। তার মৃত্যুতে শুভাকাংখীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ। এর আগে গত বুধবার রাত ১২ টার দিকে তার শরীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক আক্তার হোসেন মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার স্থায়ী বাসিন্দা।।
Leave a Reply