মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে আমেরিকা রোডের পাশে মেহেদি হাসান সুমন এর পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।রবিবার সকালে কোটচাঁপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়ন এর অন্তর্গত কুশনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদি হাসান সুমন পুকুরে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। হঠাৎ রবিবার সকাল থেকে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
ক্ষতিগ্রস্থ মাচচাষী মেহেদি হাসান সুমন কান্নাজড়িত কণ্ঠে জানান,নিয়মিত মাছ চাষ করে আসছেন তিনি। হঠাৎ করে রাতের আধারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করার ফলে পুকুরের সব মাছ মারা যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, নিদিষ্ট কোন প্রমাণ না থাকায় এখনো থানায় অভিযোগ করা হয়নি।।
Leave a Reply