আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ার কৃতি সন্তান মােঃ রকিবুল আক্তার স্ট্যালিন, এসপি পদে পদন্নোতি

নিজস্ব প্রতিবেদক।
বৈশ্বিক করােনা মহামারীর এই দুঃসময়ে মানুষ যখন চিন্তিত জীবন আর জীবিকা নিয়ে তখন পরিবারের জন্য একটি সুসংবাদ নিয়ে এলাে আমাদের শ্রদ্ধেও শহীদ রশীদ মাস্টার এর ছােট ছেলে মােঃ রকিবুল আক্তার স্ট্যালিন পুলিশ সুপার পদে পদন্নোতি পেয়েছে । সততা , নিষ্ঠা , একাগ্রতা , কঠোর পরিশ্রম আর সহকর্মীদের মধ্যে আস্থা ও বিশ্বাস এবং উর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের নির্দেশনাবলী আন্তরিকতার সাথে প্রতিপালনে মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছে তারই স্বীকৃতিস্বরুপ এই পদন্নোতি পেয়েছে । মহান রাব্বল আলামিনের কাছে প্রার্থনা করি যেন দেশ সেবার মহান ব্রত নিয়ে সে মানুষের কল্যাণ করতে পারে । মহান রাব্বল আলামিন তার সহায় হউন । আমিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :