মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
রক্ত হলো খোদার দান, রক্তদিয়ে বাঁচাও প্রাণ” এই স্লোগান’কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দাহ্ যুব সমাজ এর উদ্যোগে গ্রামবাসীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মাঝের পাড়া চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। ব্লাড গ্রুপ নির্ণয় ক্যম্পেইন শুভ উদ্বোধন করেন বলুহর ইউপি সদস্য রবিউল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন এড়ান্দাহ্ যুব সমাজের কার্যনির্বাহী সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইনে অংশ নেওয়া সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করতে তারা জানান আমাদের গ্রামের ছেলেরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে এসেছে আমরা দোয়া করি তারা যেন ভবিষ্যতে আমাদের জন্য আরো ভালো কিছু করতে পারে।
আজকের ক্যাম্পেইনে দুইশত জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ২৫ জন সদস্যকে স্বেচ্ছায় রক্তদানে তালিকা ভুক্ত হয়েছেন।।
Leave a Reply