আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির নতুন লুকের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক।।
শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন ধরে বলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি। তার সময়কালের অনেক অভিনেত্রী কাজ ছেড়েছেন। তবে শিল্পা কিন্তু সেই দলে পড়েন না। নিজেকে সকলের থেকে আলাদা করেছেন তিনি কাজ দিয়ে। শিল্পা শেঠিকে সম্প্রতি দেখা গেছে এক অনন্য রূপে। নীল শাড়ি ও ব্লাউসে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা।
সমুদ্ররঙা পোশাক নজর কেড়েছে। নবরাত্রির ছন্দে মেতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন তিনি।
মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে। জীবনের নানা ঝড় ঝাপটা সামলে তিনি সত্যিই অন্য রূপে ধরা দিয়েছেন এই ছবিতে। তার শিমেরি শাড়িতে মুগ্ধ করেছেন নেটিজেনদের। কিছু দিন আগেই পর্নো ছবি বানানোর অপরাধে গ্রেফতার হন শিল্পার স্বামী। স্বামীর গ্রেফতারের পর কিছুদিন সকলের আড়ালে রেখেছিলেন শিল্পা। তবে তিনি হেরে যাননি। ফের উঠে দাঁড়িয়েছেন।

এবং এই মোহময়ী রূপে নিজেকে মেলে ধরেছেন।
শিল্পা প্রমাণ করেছেন তিনি হেরে যাওয়ার মানুষ নন। জীবনে বাধা তো আসবেই। কিন্তু সেই বাধা কাটিয়েও উঠতে হবে। এ কথা শিল্পা তার কাজ দিয়েই প্রমাণ করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :