আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে ৮ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

অনলাইন ডেস্ক।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আট জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার রাতে এ তথ্য জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

আটককৃতরা হলেন- উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের এনায়েত উল্লা (২০), মো. আমিন (২৮), নুর মোহাম্মদ (২৯), মো. রফিক (২১), মো. রফিক (২৫), ফিরোজ মিয়া (২২), আরিফ উল্লাহ (৩২) ও মোহাম্মদ সলিম (২৬)।

কামরান হোসেন জানান, জামতলী ক্যাম্প-১৩ এর কবরস্থানের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আট রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানা অফিসার ইন চার্জ আহমেদ সনজুল মোর্শেদ বলেন, তাদের নিকট থেকে সাতটি ধারালো রাম দা, হাঁসুয়া ও রডেল শাবল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :