আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করলেন এমপি চঞ্চল

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র দে”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু রবিন্দ্রনাথ রায়”র সঞ্চালনায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন ঝিনাইদহ – ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু,পৌর আঃলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, আঃলীগ নেতা কাজী আলমগীর প্রমূখ।

উপজেলা প্রতিটি পূজা মন্ডপে সরকারিকৃত বরাদ্দ ও নিজ তহবিল মিলে মোট ২০ হাজার টাকা মোট ৫০টি পূজা মন্ডপে এ অর্থ ও বস্ত্র বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :