July 4, 2024, 11:30 pm

এক কাপ চা!

রাশিদা-য়ে আশরার।

এক কাপ চা-মেঘলা আকাশ মুষলধারে বৃষ্টি
খোলা জানালা-নির্জনতা-একা ও একাকীত্ব;
ভেজা কাক, আমি আর তুমি- সাক্ষী নিঃস্ব প্রকৃতি
হৃদয়ের উষ্ণ মরু তটে আজ মনে পড়ে সেই তুমি!

নীলাকাশের নীল গায়ে মেখে- আবেগে ভেসে
অধরা আশা-বিলম্বিত স্বপ্ন- ক্ষীণ প্রত্যাশা বুকে;
কত যুগ কেটে গেছে তবুও আসোনি তুমি অভিমান ভেঙে!
বেলা-অবেলায় অসম সময়ের জোয়ারে ভেসে,
কত কথা মনের খেয়ালে- কত সুর আবেগে মেশে,
বিবাগী মন ভিজে যায় বারবার হৃদয়ের আবেশে ,
কত স্মৃতি উঁকি মারে- মনের পালকিতে।

এক কাপ চা- মেঘলা আকাশ খোলা জানালা
ভেজা কাক,আমি আর তুমি-একা ও একাকীত্ব,
অধরা স্বপ্ন বিলম্বিত আশা- ক্ষীণ প্রত্যাশা বুকে
কত কাল কত যুগ কেটে গেছে নীরবে নিভৃতে;
তবুও আশা বেঁধে রাখি- হয়তো আবার আসবে!

এই মরুপথে আষাঢ়ের মেঘ হয়ে-বাদল ঝরা দিনে,
বর্ষার পানিতে ভিজিয়ে দেব ভালোবাসার প্লাবনে; আদরে- আবদারে, প্রেম-পূর্ণতায়,অদম্য উচ্ছাসে, জড়িয়ে রাখবো শরীরে- কসম দিলাম এই ভরা নির্জনতার!
২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :