অনলাইন ডেস্ক।।
সতীর্থদের সাথে মাঠে ফুটবল খেলছিলেন রাব্বি ফকির (২৬)। এ সময় হঠাৎ তিনি লুটিয়ে পড়েন মাটিতে। সকলে ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলেন। এমনটিই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়।
শনিবার উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। রাব্বি ফকির উপজেলার সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী ও সিতাইকুন্ড গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বলেন, শনিবার বিকেলে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে সিতাইকুন্ড যুব সংঘ ও বালিয়াভাঙ্গা সবুজ সংঘের মাঝে প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে রাব্বি ফকির মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. রাজিয়া সুলতানা বলেন, রাব্বি ফকিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে। ধারণা করা হচ্ছে সে হৃদরোগে মারা গেছে।
Leave a Reply