June 24, 2024, 7:16 pm

নাটোরের জোকা দহে ডিডিপি বাউল সম্প্রদায়ের ভাব সঙ্গীত এর আসর অনুষ্ঠিত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।। গত ১৫ অক্টোবর’২১ রাতে নাটোর জেলার লালপুর উপজেলার জোকাদহে মরহুম ইয়াদ আলী সর্দারের বাৎসরিক ওরস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঈশ্বরদীর স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপি বাউল সম্প্রদায় মনমুগ্ধকর ভাব সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সুফি সাধক এস এম রাজা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, শিল্পী আমজাদ বাউল, মিঠুন বাউল, সোমা সরকার, হাসান বাউল, তরিকুল ইসলাম, রিমি মন্ডল, শফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, ইমরান হোসেন, রকি মন্ডল, সিয়াম হোসেন, সিরাজুল ইসলাম ও এস এম রাজা।
প্রচুর দর্শক শ্রোতা এই অনুষ্ঠান উপভোগ করেন।শিল্পীদের মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :