আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দরবেশ দাদু

এস এম রাজা।
দরবেশ দাদু কোথায় তুমি
কোন অন্তরালে
তোমার নাতি-নাতনিরা সব
তোমার কথা বলে।

শুনতে কি পাও স্বজনেরা
করে কত আহাজারী
একবার এসে বল ভালবেসে
বাতাস করিস না ভারী।

তোমার স্নেহের মহম্মদ সে
তোমারই মত করে
দুঃখের সাগরে ভাসিয়ে মোদের
গিয়েছে লোকান্তরে।

কেউ বলে না চিৎকার করে
মানুষ হ মানুষ হ
কেউ বলে না সত্য কথাটা
জোরে ক জোরে ক।

তুমি বলেছিলে মানুষ রূপী
দো’পায়া জানোয়ার
মান আর হুস সস্তায় বেঁচে
পাবে না পথ পালাবার।

তোমার কথা সত্য হলো দাদু
কলির কালে এসে
মানহুস হারা কত মানুষ আছে
মানুষের ছদ্ম বেশে।
মসজিদ বেড়েছে বাড়ছে ঈমাম
মুসল্লি মুয়াজ্জিন
ঈমানের জোর বাড়ে না তেমন
দুর্বল হচ্ছে দ্বীন।

কোথায় যাবো কোথায় পাবো
সৎ মানুষের দেখা
জগত জোড়া অসতে ভরা
বৃথা কেবলই লেখা।

ভণ্ড অসৎ হায়েনাদের আজ
কেবলই জয়জয়াকার
প্রতিবাদী সৎ মানুষেরা সব
মার খায় বার বার।

এসো না দাদু আর একবার
মানুষ হবার দাওয়াত দিতে
তোমার দাওয়াতে খাঁটি মানুষ হোক
নতুন পৃথিবীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :