আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পূজামন্ডপে ঘটনায় অভিযুক্ত ইকবালকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে

দৈনিক পদ্মা সংবাদ, অনলাইন ডেস্ক : পূজামন্ডপে ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোহান সরকার সাংবাদিকদের কে বলেন, অভিযুক্ত ইকবাল কুমিল্লা পুলিশ লাইন্সে রাখা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় কড়া নিরাপত্তায় কুমিল্লা পুলিশ লাইন্সে আনা হয়। কক্সবাজারে আটক ব্যক্তিই সিসিটিভি ক্যামেরায় শনাক্ত হওয়া ইকবাল বলে নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ। আটক ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে।
উল্লেখ্য,কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছিল। তাকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :