রোজিনা আক্তার।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রকাশিত ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস
রিপোর্ট দুই হাজার একুশ সালের সুখী দেশের তালিকায় চতুর্থ বারের মতো শীর্ষস্থানে ফিনল্যান্ড এরপর আইসল্যান্ড ,ডেনমার্ক নেদারল্যান্ড বাংলাদেশ একশএক তম হয়েছে। বুকের মধ্যে অন্যরকম হাওয়া বয়ে যাচ্ছে। সেদেশের সুখের খবর জানার জন্য। আমরা ভিনদেশী তবুও তো মানুষ ভালোলাগা-মন্দলাগা সব মানুষের মধ্যেই স্বয়ংক্রিয় যন্ত্রটি কাজ করে যাচ্ছে তা হল মানব হৃদয়।
আমরা পাড়া-মহল্লা গ্রাম জেলা-উপজেলা বিভাগে এভাবে যদি সুখে থাকার চেষ্টা অব্যাহত রাখতে পারি তাহলে ধাপে ধাপে সুখী সংখ্যা পরিবার বেড়ে ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত এলাকায় ।নিজের ঘরটা সুখিভাবাশুরু করতে থাকতে হবে আমরা বড় কিছু করতে না পারি ,অন্তত একজন মানুষকে সুখী করতে পারি। যা নিজের ইচ্ছা ছাড়া সম্ভব নয় ।কবি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপর কিছু নয় ।সেই মানুষ আমরা ফিনল্যান্ডের ইতিহাস একটু নজরে দিতে পারি।
শিক্ষার হার নিরানববই শতাংশ অর্থাৎ প্রতি একশ জনে নিরানববই জনই শিক্ষিত। পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষাব্যবস্থা ফিনল্যান্ডে। ডে-কেয়ার সিস্টেম ফিনল্যান্ডে অত্যন্ত সুন্দর আমরা কিছু কিছু শিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারি ।সুখী দেশের কথা আমাদের ভাবতে হবে আমাদের বুদ্ধির শিক্ষা-সংস্কৃতির সম্প্রসারণ ঘটাতে হবে নির্দিষ্ট গণ্ডির বাইরে তাকাতে হবে আমরা মানুষ পিছিয়ে থাকলে চলবে না।
Leave a Reply