আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ও কেক কাটা হয়েছে।

আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজা উদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলী, উপজেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, কৃষকদল নেতা মোকছুদুল মোমিন, মৎস্যজীবি দলের পৌর আহবায়ক নাজমুল কবির রিপন, শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক খোকা, আজিজুল ইসলাম লস্কার, মোহাম্মদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, আসাদুজ্জামান আসাদ, আহসান হাবিব হাসান, জাকির হোসেন, মাসুদ রানা, বাবলু, আরিফ হোসেন, জলিল হোসেন, মাসুদ, সুজন, রায়হান, আসাদ, বিল্লাল, রক্সি, ইমরান, রাজন, হযরত, ইকবাল, রাশেদ, ইমরাম, মাসুদ, আনিচ, ইকরাম, সাদ্দাম, লাল্টু, নুর আলম, ফরহাদ, মতিয়ার, রুহুল আমিন, পান্নু, টিটন, জাকির, লিটন, রিপন, জাহাঙ্গীর, আক্তারুল, ফুয়াদ, সুমন, হামিদুল, বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা, সামনের দিনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনর করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কাটা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও সদ্য প্রয়াত কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মনা ও পৌর বিএনপির সাবেক নেতা আবুল হোসেন বিশ্বাসের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :