মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (৩রা নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিজ বাসভবনে উপজেলা আঃলীগের সহ- সভাপতি কায়দার রহমান এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বিশ্বাস এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া আরও বক্তব্য উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার,বলুহর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আকিমুল বিশ্বাস,পৌর আঃলীগ নেতা আরব বিশ্বাস প্রমুখ।
এসময় উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনসহ উপজেলা আঃলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন ও বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট সপরিবারে হত্যার আড়াই মাস পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়।
আলোচনা শেষে জাতীয় চার নেতার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়।
Leave a Reply