আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিঃশব্দ মানুষের ডাক

সংগ্রাম মিত্র ভারত ।।
প্রতিদিন মৃত্যু ছুঁয়ে যাচ্ছে সভ্যতার মাটি। ভেঙে পড়ছে সমাজ সংস্কৃতি সভ্যতা , মৃত মানুষ ঘিরে ফেলছে পৃথিবী , কালো সাদা লাল নীল দিন কিংবা রাত। একটা পাথর মানুষ একটা পাহাড় মানুষ একটা আগুন মানুষ একটা নিঃশব্দ চেতনা দাও – হে পাথর মানুষ একটা আদিগন্ত স্পর্শ দাও — হে পাহাড় মানুষ একটা সমুদ্র সমান আত্মবিশ্বাস দাও হে আগুন মানুষ পাঁজরে গেঁথে ফেলি — জোয়ার রোদ বিদ্যুতের খিদে দাও একটা ক্ষুধার্ত দুপুর নতজানু হোই আমার মৃত শরীরের পায়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :