চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৭-১১-২১)চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষাথীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। আজ রবিবার দুপুরে শহরের পৌর এলাকার আল হেলাল বিদ্যালয় প্রাঙ্গণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনি পাড়ার আব্দুল মজিদের ছেলে মাহবুবুর রহমান তপু এসএসসি পরীক্ষাথী। আজ রবিবার আল হেলাল স্কুলে এসএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান ছিল। পরীক্ষাথী মাহবুবুর রহমান তপু বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সে বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক এসে তপুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় । পরে তার সহপাঠী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
আমি অতীত,বর্তমান ভবিষ্যতে সব কালের সহযাত্রী!
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহাসিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অপরাধীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply