আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ টাই হলে বিজয়ী নির্ধারিত হবে অন্য নিয়মে

অনলাইন ডেস্ক।।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা সবারই মনে থাকার কথা। সেই ম্যাচে ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সমান রান ছিল নিউজিল্যান্ডের। সুপার ওভারেও দুদলের রান সমান ছিল। তবে বাউন্ডারি কম থাকায় বিশ্বকাপ জেতা হয়নি কেন উইলিয়ামসনদের। ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ইংল্যান্ড। এবার সুপার ওভারের নিয়মে এসেছে পরিবর্তন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে বুধবার আবুধাবিতে মুখোমুখি হচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। সেই ম্যাচটিও যদি ম্যাচ টাই হয় তাহলে কীভাবে বিজয়ী নির্ধারণ করা হবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি।
সেমি-ফাইনালের কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারের খেলা হবে। সুপার ওভারও টাই হলে জয়ী দল নির্ধারিত না হওয়া পর্যন্ত একের পর এক সুপার ওভার চলতে থাকবে। ম্যাচের ফলাফল পেতে যতগুলো প্রয়োজন, ততগুলো সুপার ওভার হবে।

টাই হওয়ার পর আবহাওয়ার কারণে সুপার ওভার শেষ হতে না পারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে বা কোনো ফলাফল না এলে সুপার টুয়েলভে যে দলের পারফর্মেন্স ভালো ছিল সেই দলটি যাবে ফাইনালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :