আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবর্ণ প্রজাপতি!

 

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

বৈরি বাতাস- ধুলো বালি মাখা ব্যস্ততার শহর,
গাড়ি বাড়ির বহরে কোণঠাসা নাগরিক জীবন ;
জীবনের রং বিবর্ণ ক্রমাগত কৃত্তিমতার ভিড়ে,
পালের হাওয়ায় লেগেছে আধুনিকতার ছাপ!
বদলে গেছে মাটির মানুষ- গতি প্রকৃতি সময়;
বদলে গেছে জলবায়ু আবহাওয়া- বাংলার রূপ!

দুর্নীতির ময়দানে- বিক্রি সস্তা মানবতা মনুষ্যত্ব!
নিলামে ফেস বুকীয় প্রেম- ফেস বুকীয় সংসার,
হোয়াটসঅ্যাপ,ইমো,ইমেইল-জিমেইল মেসেঞ্জার;
ওয়াইফাই কানেকশন ছাড়া জীবনযাপন বেকার!
কৃত্তিম ও প্রান্তিক সমস্যা ব্যস্ততার অজুহাত;
স্বার্থ ফুরালে ইতি টানে বদলে যায় আবহাওয়ার
মতন!

অতীতের ভালোবাসা খোদাই করা মনের দুয়ার;
বিন্দু বিন্দু প্রেম- শুভ্র শিশির কনা সবুজ ঘাসের
ডগায়…
ঝিনুকের মাঝে মুক্ত সাজে সজ্জিত হৃদয়ের পাড়!
অপেক্ষা প্রতীক্ষা, চিঠিপত্র আদান-প্রদান,
ডাক বিভাগ- ডাক পিয়ন নেই আর পুরোনো যুগ!

হাতের মুঠোয় এখন গোটা পৃথিবী ডিজিটাল বিশ্ব,
জমে ওঠে রাত ১২-টার পর সবকটি মাধ্যম;
ফেসবুকে চুটিয়ে আড্ডা প্রেম- ভালোবাসা সম্পর্ক,
নকল মানুষ, নকল প্রেমের ফাঁদ- সবকিছুই ভেজাল,
ভেজালের জোয়ারে ভেসে মাতাল,আসল চেনা দায়!

হাই হ্যালো- সামাজিক যোগাযোগ মাধ্যম সরব;
অডিও ভিডিও কল, নষ্টামি ও অশ্লীলতার ঢেউ!
সম্পর্কের জালে জড়িয়ে প্রতারণার শিকার;
টাইমপাস এক ভয়ানক ব্যাধিতে ভাইরাসের নেয়
আক্রান্ত- সমাজের সর্বস্তরের মানুষ;
অস্থির এই সময় মানুষের কাছে মানুষের কতটুকুই বা প্রাপ্তি থাকতে পারে?
অনুভূতিতে মিশে কতটুকুই বা ঋণী হতে পারে?
পরস্পর ভালোবেসে হৃদয়ের টানে তীব্র আকাঙ্ক্ষায়;
অভিমান- অনুভবে বেঁধে কতটুকু ই পায় অমরত্ব?
মানুষ এখন স্বার্থপরতার দাস- প্রাচুর্য তার অলংকার!
২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :