কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডবাসির সেবা করতে চান ছানোয়ার হোসেন।
আগামী আসন্ন ৪নং শুভগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে শাহপাড়া, খাপাড়া, খলিফাপাড়া,পাগলপাড়া,বেড়েরচর ও মহিষপাড়ার জনগণের সেবা করতে চান ছানোয়ার হোসেন।
মেম্বার পদপ্রার্থী ছানোয়ার হোসেন এই প্রতিনিধিকে বলেন আমি যদি মেম্বার নির্বাচিত হয় তাহলে ডিজিটাল কাজিপুর গড়ার রুপকার তারুণ্যের অহংকার সংসদে তিন প্রজন্ম, সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাহেবের দিকনির্দেশনায় একজন খুদে কর্মী হিসেবে ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে ২নং ওয়ার্ডকে সন্ত্রাস , মাদকমুক্ত ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং বিনা টাকায় বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা,রেশনচালের কার্ড, ভিজিডি, সহ সকল প্রকার সেবা ২নং ওয়ার্ডবাসিকে প্রদান কোরবো।
তিনি আরও বলেনঃ জাতীয় নেতা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী মোহাম্মদ নাসিমের আদর্শকে বুকে ধারণ করে চলতে চাই।
Leave a Reply