কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের বরইতলায় ১৯৭১ এর ১৪ই নভেম্বর যুদ্ধে শহীদদের স্মরণে সিমান্ত বাজার মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুঘরের সামনে রবিবার (১৪নভেম্বর) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সাবেক কমান্ডার সোলাইমান আহমেদের সভাপতিত্বে, উক্ত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,
সাবেক ডেপুটি কমান্ডার আঃ সালামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) এবিএম আরিফুল ইসলাম।
স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক কাজিপুর কমান্ডার গাজী ইউনুস উদ্দিন।
সিরাজগঞ্জ জেলা ডেপুটি কমান্ডার আশরাফুল আলম জগলু চৌধুরী।
সাবেক ডেপুটি কমান্ডার আঃ রশিদ, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, কাজিপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শিবন চাকলাদার প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদ শেখ সহ সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সকল নেতৃবৃন্দ।
Leave a Reply