আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝরা ফুল!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

 

নিষ্পাপ চোখে ওদের নিদারুণ বিস্ময়;
কখনো অনিবার্য হিসাবে ধরা দেয়!
পতিতাদের জীবন পতিত জলাশয়-
যেখানে জন্মে শুধু গুল্মলতা,মৃত ঘাস!

ওরা অন্ধকারে ফোটা- ঝরা ফুল
সূর্যের প্রখর আলোয় পুড়ে যায় অঙ্গ,
ওদের জীর্ণ শরীরে পোকামাকড়ের বাস;
পরিবারের কালো ছায়া, লোভ-লালসা
কাঁধে যৌতুকের দায়- দায়িত্ব বর্তায়!

কেউবা অনন্ত ক্ষুধা ও অভাবের তাড়নায়,
কতিপয় দালাল চক্র চড়া মূল্যে সক্রিয়
ভূমিকায়!

ওদের কেউ সভ্য সমাজে জন্ম নিয়েও
অন্যায়- অত্যাচার ও নির্যাতনের শিকার,
পায়না পরিত্রাণ, হয়না সংস্কার;
ওদের নিয়ে নেই কোন চর্চা- সময় ভাববার!
জীবনের পায়না ওরা দিক- দিশা উপায়,
লজ্জায় ঘৃণায় গভীর ক্ষত মনে বেঁচে রয়।

অভাবের সঙ্গে প্রতিনিয়ত সন্ধি ওদের
নিষিদ্ধ পল্লীর জঙ্গলে অদ্ভুত জীবন;
সমাজের চোখে ওরা ঘৃণিত ডাস্টবিন
টিস্যু পেপারের নেয় ব্যবহারযোগ্য!

নিয়তি পৌঁছে দেয় প্রতিনিয়ত তাদের
সভ্য সমাজ থেকে দূরে ভুল ঠিকানায়-
তারা হয় নির্মমতার শিকার- নিরুপায়;
বেঁচে থাকার নেই মানবিক অধিকার।
২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :