আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার আসামীকে মাদকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।

গত ০৮ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার সময় জনৈক মোঃ কামরুল ইসলাম (৬০), পিতা-মৃত শেখ সামছুর রহমান, সাং- কৃষ্ণনগর, থানা ও জেলা বাগেরহাট এর আপন সেজ ভাই মোঃ সিরাজুল ইসলাম তার ঠিকাদারী কাজ শেষে বাগেরহাট খান জাহান আলী মাজার হতে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে সিরাজুলের ফুফাতো ভাই শেখ সেলিম রেজা এর সাথে দেখা হলে তিনিসহ তার ফুফাতো বোন ও ভাবীর সাথে মাদক ব্যবসা নিষেধ করা সংক্রান্ত বিষয়ে আলোচনা কালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন শেখ(৩৬), পিতা-সেলিম শেখ, সাং-হাড়িখালী, থানা ও জেলা-বাগেরহাট মোটরসাইকেল যোগে উক্ত স্থানে পৌছে তার নিকট থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সিরাজুলকে হত্যার উদ্দেশ্যে পর পর ০২টি গুলি করে। প্রথম গুলি লক্ষভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি তার ডান পায়ের উরুতে লেগে গুরুতর জখম হয়। সিরাজুল ইসলাম তার প্রাণের ভয়ে দৌড় দিলে আলামিন তাকে লক্ষ করে আরো কয়েকটি গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার ভাই বাগেরহাট সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত ‍শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ অক্টোবর ২০২১ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকা হতে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার কৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ঠিকাদার সিরাজুলকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছিল। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূ্র্ন তথ্য পাওয়া যাবে বলে র‌্যাব জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :