আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে কালুহাটি দাখিল মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার মাদ্রাসার সামনে এ কর্মসূচীর আয়োজন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি আবু বকর বিশ্বাস, সুপার উবাইদুর রহমান, শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষার্থী শিমন হোসেন, আল-ফাহাদ, রেহেনা খাতুনসহ অন্যান্যরা।রেহেনা খাতুন নামের এক ছাত্রী বলেন, অনলাইনে তার বক্তব্য দিয়ে বলা হয়েছে দাখিল পরীক্ষায় ফর্ম-ফিলাপে ৩৫০০ টাকা নেওয়ার কথা বলেছেন কিন্তু কেউ তার সাথে কেউ কথা বলেননি। তিনি বলেন, ফর্ম ফিলাপে আমার কাছ থেকে মাদ্রাসা ২৫০০ টাকা নিয়েছে। আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। এসময় অন্যান্যরা বলেন, সম্প্রতি ষড়যন্ত্র করে মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এতে ক্ষুন্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মান। তাই এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :