আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দশম ও দ্বাদশের স্কুলে ক্লাস হবে ৩ দিন, নবম ও একাদশের ২ দিন, কবে কারা যাবে?

আরও পড়ুন -⬇️

চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু।

অনলাইন ডেস্ক।

রোজ স্কুলে যেতে হবে না নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। এবার আলাদা দিনে নবম ও একাদশ এবং দশম ও দ্বাদশ শ্রেণির স্কুলে পড়ুয়াদের ক্লাস হবে। দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সোমবার, বুধবার এবং শুক্রবার। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার হবে নবম ও একাদশ শ্রেণির ক্লাস। শনিবার স্কুলে কোনও ক্লাস হবে না।

রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার স্কুলে ক্লাস হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে যেতে হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শনিবার স্কুলে কোনও ক্লাস হবে না বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

প্রায় ২০ মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খোলা হয়েছে। প্রাথমিকভাবে উপস্থিতির হার বেশ ভালো ছিল। তবে শনিবার অনেকটা কমে যায় পড়ুয়াদের উপস্থিতি। স্কুলগুলি থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুলে যে হারে পড়ুয়ারা এসেছিল, শনিবার সেই সংখ্যাটা ছিল অনেক কম। তার ফলে একাধিক স্কুলে নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দেওয়া হয়। সেই পরিস্থিতিতে রবিবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে শনিবার স্কুলে ক্লাস হবে না। শনিবার মতামত প্রদানকারী সেশন, সচেতনতামূলক অনুষ্ঠান এবং অভিভাবকদের নিয়ে কোনও কর্মসূচির আয়োজন করতে হবে।

সেইসঙ্গে এবার স্কুলের সময়ও পালটে গিয়েছে। পর্যদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা ৫০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। দার্জিলিং এবং কালিম্পিং জেলার পার্বত্য এলাকায় ক্লাস চলবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :