নিজস্ব প্রতিবেদক।
২৭ নভেম্বর ২০২১ তারিখ র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন পৌরসভার পৌর কলেজ মোড়স্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য সঙ্গোপনে অবস্থান করছে।
জব্দকৃত ১৫০ লিটার চোলাই মদ।।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২৭ নভেম্বর ২০২১ তারিখ ১১:১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানার পৌরসভাধীন পৌর কলেজ মোড়স্থ এলাকার মস্তফা বালিঘর এর সামনে পাকা রাস্তার পাশে পৌছালে কতিপয় লোক প্লাষ্টিকের জারিকেনসহ দুইজন লোক আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। শ্রী রানা বাসফোর(৩৬), পিতা- মৃত রামনাথ, সাং-বড়বাজার, ২। মো: চান্দু মন্ডল(৪৫), পিতা- মো: শুকুর আলী, সাং-দৌলতদিয়া, উভয় থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫০ লিটার চোলাই মদ কথিত বাংলা মদ, ০২টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ- ৫১০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply